রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সাথে একান্ত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন।
স্লোভাকিয়া সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মুর্মু আজ সেদেশের বিদেশ দপ্তর পরিদর্শন করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়াও রাষ্ট্রপতি জাগুয়ার ল্যান্ড রোভার কারখানা, পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি, নিত্রার ফিলোস্ফার বিশ্ববিদ্যালয়ের কনস্টানটাইনের সমাবর্তন অনুষ্ঠানেও অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে।
এর আগে, পিটার পেলেগ্রিনি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে ঐতিহাসিক ব্রাতিস্লাভা দুর্গে একটি ভোজসভার আয়োজন করেন। রাষ্ট্রপতি উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য স্লোভাকিয়ার সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান।