মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 9, 2025 9:37 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর দু’দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ ভোরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় পৌঁছেছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর দু’দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ ভোরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় পৌঁছেছেন। গতকালই তাঁর পর্তুগাল সফর শেষ হয়। ২৭ বছরের মধ্যে রাষ্ট্রপতির প্রথম পর্তুগাল সফর কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। 

 বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে সেদেশের প্রধানমন্ত্রী লুই মন্টেনিগরোর বৈঠক সফল হয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, জোর দেন বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর। তন্ময় লাল জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মন্টেনিগরোর মধ্যে আলোচনার পাশাপাশি বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হয়। 

২৯ বছর পর ভারতীয় রাষ্ট্রপতির ঐতিহাসিক স্লোভাকিয়া সফরে সেদেশের প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনির সঙ্গে শ্রীমতী মুর্মুর প্রতিনিধি পর্যায়ের আলোচনা, বৈঠক হবে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচী রয়েছে। সেদেশের ন্যাশানাল কাউন্সিলের স্পিকার রিচার্ড রাসির সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করবেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন