মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 7, 2025 10:11 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লিসবনে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলোর সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লিসবনে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলোর সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রীমতি মুর্মু বলেন, ভারত ও পর্তুগালের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক সময়ের সঙ্গেই আধুনিক ও বহুমুখী অংশীদারীত্বে উন্নীত হয়েছে। যৌথ সাংবাদিক বিবৃতিতে ভারত ও পর্তুগালের রাষ্ট্রপতি জানান, দুই দেশ, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে সহমত হয়েছে। এ ছাড়াও পুনর্নবীকরনযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, তথ্যপ্রযুক্তি, স্টার্ট আপ, উদ্ভাবন ও দক্ষতা বিকাশ ক্ষেত্রে অংশীদারীত্ব মজবুত করতেও দুই দেশ রাজী হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে সমন্বয় ও সহযোগিতার পক্ষেও উভয় দেশ মত ব্যক্ত করে।

রাষ্ট্রপতি মুর্মু এবং রাষ্ট্রপতি রেবেলো ডিসুসা, দু দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। উভয় দেশের শৈল্পিক ও সাংস্কৃতিক হেরিটেজের প্রতিফলন ঘটেছে এই স্ট্যাম্পে।

এর আগে, শ্রীমতি মুর্মু সেদেশের জাতীয় কবি লুইস ভ্যাজ দে ক্যামসের স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এবং সংসদের অধ্যক্ষ হোসে পেড্রো অ্যাগুয়ের ব্র্যাঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সম্মানে ভোজের আয়োজন করেছেন লিসবনের মেয়র। পর্তুগালে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন শ্রীমতি মুর্মু। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় গবেষকদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা।

উল্লেখ্য, পর্তুগাল ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ আজ সকালে লিসবন পৌঁছান। আগামী ৯ ও ১০ তারিখ তিনি সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সাক্ষাতে স্লোভাকিয়া যাবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন