রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চন্ডীগড়ে পাঞ্জাব বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।দুদিনের সফরে রাষ্ট্রপতি গতকাল পাঞ্জাব পৌঁছন। প্রথমে তিনি যোগ দেন পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। এরপর ভাতিন্ডায় ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’- AIMS –এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু বলেন, সুস্থ সমাজ নিশ্চিত করতে চিকিৎসক ও গবেষকদের বড় ভূমিকা রয়েছে। চিকিৎসকদের তিনি কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে গবেষণার আহ্বান জানান, যাতে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং উন্নত কৃষি পদ্
অনুষ্ঠানে তিনি সদ্য গ্রাজুয়েট চিকিৎসকদের হাতে পদক ও ডিগ্রি তুলে দেন।