মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 8, 2025 10:16 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে। সেই যাত্রায় মহিলা কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নতুনদিল্লিতে ‘নারী শক্তি সে বিকশিত ভারত’ শীর্ষক সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশের মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে মেয়েদের ক্ষমতায়নে এবং উন্নত ভারতের মর্যাদা অর্জনে তাঁদের অংশগ্রহণ বাড়াতে কেন্দ্রীয় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। নারী শক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ, রাজনৈতিক ক্ষমতায়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন রাষ্ট্রপতি। লাখপতি দিদি এবং নমো ড্রোন দিদির মতপ্রকল্প মহিলাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতায়নে গুরুত্বপূর্ন অবদান রেখেছে বলে শ্রীমতী মুর্মু জানান।