July 6, 2024 11:28 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চারদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চারদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন।
সফরের প্রথম দিনে তিনি আজ ভুবনেশ্বরে উৎকল মনি পণ্ডিত গোপাল বন্ধু দাসের ৯৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল শ্রীমতী মুর্মু, পুরীতে জগন্নাথ দেবের রথ যাত্রা প্রত্যক্ষ করবেন। সফরকালে রাষ্ট্রপতি , উদয়গিরি তেও যাবেন। এ ছাড়া বিভূতি কানুনগো শিল্প কলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচী রয়েছে তাঁর।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।