January 24, 2026 9:56 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামীকাল সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটের বাংলা সংবাদ ও রাত ৮টা দশের খেলার খবর বাতিল করা হয়েছে ।

৭৭ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ সন্ধ্যে ৭টা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে।  রাত সাড়ে ৯টায় রাষ্ট্রপতির ভাষনের বাংলা তর্জমা প্রচারিত হবে।  

রাষ্ট্রপতির ভাষণের কারণে আগামীকাল সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটের বাংলা সংবাদ ও রাত ৮টা দশের খেলার খবর বাতিল করা হয়েছে । আগামীকাল ও ২৬ তারিখ মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়া ৯টার বিশ্ব পরিক্রমা ১৫ মিনিটের হবে।
এফ এম রেইনবোর আগামীকাল সন্ধ্যে ৭টার ২ মিনিটের সংবাদ হেডলাইন হবে না। ২৬ শে জানুয়ারি সকাল ১০টা এবং বেলা ১১টার হেডলাইনও বাতিল থাকবে।
দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরনী বেলা ১২টার পরেও চললে ১২টার হেডলাইন বাতিল হবে। পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল ১০ টা ১০ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আগামীকাল দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত ৯টার এফ এম রেইনবোর হেডলাইন প্রচারিত হবে না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।