January 15, 2026 7:40 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফর আজ শুরু হচ্ছে।  অমৃতসরে গুরুনানকদেব বিশ্ববিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী সমাবর্তনে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। রাষ্ট্রপতি জলন্ধরের ডক্টর বি আর আম্বেদকার ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ২১ তম সমাবর্তনে আগামীকাল এক হাজার ৪৫২ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন।  

এছাড়াও রাষ্ট্রপতি উঁচু একটি স্তম্ভে জাতীয় পতাকা উন্মোচন করবেন। সাইবার নিরাপত্তা এবং ফাইভ জি সংক্রান্ত দুটি উত্কর্ষ কেন্দ্র বা  সেন্টার অফ এক্সেলেন্সেরও উদ্বোধন করবেন তিনি।

রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে অমৃতসর ও জলন্ধরকে নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সমস্ত ড্রোন, হেলিকপ্টার ও উড়ান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে।

ঐদিনই রাজস্থানের জয়পুরে রামানন্দ মিশন আয়োজিত কুন্ডিয়া হনুমান মহা গয়ায় পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।