রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠার পথে, এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।
রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি SOAR বা Skilling for AI Readiness-এ বক্তব্য রাখেন। তিনি বলেন, AI শুধু প্রযুক্তি নয়, এটি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তনের এক বড় সুযোগ।
রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, আগামী দশকে দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক উৎপাদনশীলতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও উল্লেখ করেন, ডেটা সায়েন্স, এআই ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো দক্ষতা ভারতের এআই জনশক্তি গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তরুণ দেশ ভারতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শুধু প্রযুক্তি নয়, বরং ইতিবাচক পরিবর্তনের এক বিশাল সুযোগ। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে এআই-এর গুরুত্ব দ্রুত বাড়ছে এবং এখন সবার জন্য এই প্রযুক্তি শেখা জরুরি হয়ে উঠেছে।