রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অলচিকি লিপির শতবর্ষ সমারোহের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার জামশেদপুরে তিনি এই অনুষ্ঠানের সূচনা করেন। এর আগে আজ সকালে রাষ্ট্রপতি চারদিনের সফরে ঝাড়খন্ড পৌঁছান। ১৯২৫ সালে সাঁওতালী ভাষার অলচিকি লিপি তৈরি হয়েছিল। পন্ডিত রঘুনাথ মুর্মূ এই লিপি তৈরি করেন। অলচিকি লিপিটি সাঁওতাল সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। আজই রাষ্ট্রপতি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনলজি, এন আই টি-র পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। আগামীকাল তিনি গুমলায় আন্তঃরাজ্য জন সাংস্কৃতিক সমাগম সমারোহ – কার্তিক যাত্রায় অংশ নেবেন।
Site Admin | December 29, 2025 2:40 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অলচিকি লিপির শতবর্ষ সমারোহের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন