রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারদিনের সফরে আজ ঝাড়খণ্ডে যাচ্ছেন। ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার জন্য পণ্ডিত রঘুনাথ মুর্মু ১৯২৫ সালে অলচিকি লিপিটি তৈরি করেছিলেন। অলচিকি লিপিটি সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য ও ঐতিহ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।
একই দিনে তিনি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির -এন আই টির পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের গুমলায় আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহ-কার্তিক যাত্রায় ভাষণ দেবেন।