রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের কারওয়ার নৌঘাটিতে আইএনএস ভাগশীর সাবমেরিনে সফর করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর শ্রীমতি মুর্মু হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি সাবমেরিনে সফর করলেন।
রাষ্ট্রপতি যিনি সশস্ত্র বাহিনীর ও প্রধান, আজ কর্নাটকের কারোয়ার নৌঘাঁটি থেকে কালভারি ক্লাস সাবমেরিন এ ওঠেন। তার সঙ্গে ছিলেন নৌসেনাপ্রধান এডমিরাল দিনেশ কে ত্রিপাঠি। তিনি আজ গোয়া থেকে কর্নাটকে আসেন। আগামীকাল রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের জামশেদপুরে অল চিকি লিপির শতবর্ষ উৎসবে যোগ দেবেন।