December 27, 2025 12:45 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারদিনের সফরে গোয়া, কর্নাটক ও ঝাড়খণ্ড যাচ্ছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারদিনের সফরে গোয়া, কর্নাটক ও ঝাড়খণ্ড যাচ্ছেন। আজ  সন্ধ্যায় তিনি গোয়া পৌঁছবেন। ২৮ তারিখ রবিবার তিনি সাবমেরিনে সমুদ্রপথে কর্নাটকের কারওয়াড়ে পৌঁছবেন। পরের দিন, তিনি ঝাড়খন্ডের জামশেদপুরে অল চিকি-র শতবার্ষিকী উৎসবে যোগ দেবেন।