রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল চারদিনের সফরে গোয়া, কর্নাটক ও ঝাড়গ্রাম যাচ্ছেন। কাল সন্ধ্যায় তিনি গোয়া পৌঁছবেন। ২৮ তারিখ রবিবার তিনি সাবমেরিনে সমুদ্রপথে কর্নাটকের কারওয়াড়ে পৌঁছবেন। পরের দিন, তিনি ঝাড়খন্ডের জামশেদপুরে অল চিকি-র শতবার্ষিকী উৎসবে যোগ দেবেন। তিনি জামশেদপুরে NIT-র পঞ্চদশ সম্মেলনেও উপস্থিত থাকবেন।৩০ তারিখ রাষ্ট্রপতি ঝাড়খন্ডের গুমলায় অন্তরাজ্য জনসাংস্কৃতিক সমাগম মহাসমারোহ-কার্তিক যাত্রায় ভাষণ দেবেন।
Site Admin | December 26, 2025 9:45 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল চারদিনের সফরে গোয়া, কর্নাটক ও ঝাড়গ্রাম যাচ্ছেন