December 26, 2025 9:59 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যেএই বছর ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ জন শিশুকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। যারা সাহসখেলাধুলা এবং সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। মন্ত্রক আরও জানিয়েছে যেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বীর বাল দিবসের একটি জাতীয় স্তরের অনুষ্ঠানে শিশু ও তরুণদের উদ্দেশে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে দেশের সমৃদ্ধ সভ্যতাগত ঐতিহ্য এবং বীরত্বের চেতনাকে তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।