December 22, 2025 12:53 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সংসদের শীতকালীন অধিবেশনে পাস হওয়া শান্তি বিলে অনুমোদন দিয়েছে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া পরমাণু সংক্রান্ত শান্তি বিল এর সম্মতি দিয়েছেন। ভারতের শক্তির যোগানকে সুনিশ্চিত করতে, এই SHANTI বিল একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে আধুনিক, সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পারমাণবিক উন্নয়নের বিভিন্ন দিককে এক সমন্বিত কাঠামোর মধ্যে এনে, এই আইন ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও স্থিতিশীল ও সুস্থায়ী করে তুলবে।  

এই বিল আইনে পরিণত হয়ে নাগরিক পরমাণু ক্ষেত্রে দুটি আইন বাতিল করেছে। এর মধ্যে রয়েছে ১৯৬২ সালের পরমাণু শক্তি আইন ও ২০১০ সালের পরমাণু বিষয়ক ক্ষতিতে নাগরিকদের ভূমিকা আইন। ভারতের ক্রমবর্ধমান শক্তি চাহিদা, প্রযুক্তিগত উন্নতি এবং দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা বর্তমান আইন কাঠামোর পুনর্মূল্যায়নকে অপরিহার্য করে তুলেছিল। নতুন এই আইনে পরমানু ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ গুলি অংশ নিতে পারবে।