রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ২০২৫ সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক, প্রমুখ।
উল্লেখ্য, শক্তি সাশ্রয় এবং শক্তি সংরক্ষণের ব্যবহারিক অনুশীলন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ভারতের শক্তি মন্ত্রক ১৯৯১ সাল থেকে আজকের দিনটিকে ‘জাতীয় শক্তি সংরক্ষণ দিবস’ হিসেবে উদ্যাপন করে আসছে।