রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন। প্রথাগত গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মুর্মু আজ সেখানে পৌঁছবেন। সে রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহাসিক মাপাল কাংজেইবুং-এ একটি প্রদর্শনী পোলো ম্যাচে উপস্থিত থাকবেন। সন্ধ্যায়, ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে তিনি একটি ভোজসভায় উপস্থিত থাকবেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা তাঁর।
পরের দিন আগামিকাল ইম্ফলের নুপে লাল স্মৃতিসৌধে, মণিপুরের বীর মহিলা যোদ্ধাদের সম্মান প্রদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি সেনাপাতি যাবেন, সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন। সেখানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।