রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে মানবাধিকার শুধু মাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা’ পূর্ণমাত্রায় উপভোগ করতে পারেন। তিনি আজ নতুন দিল্লিতে ‘মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন।
দৈনিক অত্যাবশ্যকীয় সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ওই জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। মর্যাদার সঙ্গেও কোনোরকম আপোষ করা যায়না। মানবাধিকার দিবস-কে এক ন্যায়সম্মত ভারসাম্য যুক্ত ও সহানুভূতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রেক্ষাপট হিসেবে অভিহিত করেন তিনি। ন্যায়বিচার যাতে ভারতের প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার হিসেবেই থাকে, তাও সুনিশ্চিত করার ওপর জোরালো সওয়াল করেন তিনি।