রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দানের পাশাপাশি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরে এই পুরষ্কার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, শিল্প মানুষকে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে এবং একে অপরের সঙ্গে যুক্ত করে।
২০২৩ ও ২০২৪ সালে মোট ১২ জন ‘শিল্প গুরু’ পুরস্কার পেয়েছেন। ৩৬ জন কারুশিল্পীও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন।