December 7, 2025 10:49 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর গোয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর গোয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রপতি নিহতদের পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। শ্রী মোদিও নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি গতকালই গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন। নিহতদের এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।