December 4, 2025 1:11 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌসেনা দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর সকল সদস্য, প্রাক্তন সদস্য ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌসেনা দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর সকল সদস্য, প্রাক্তন সদস্য ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় নৌবাহিনী দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতার প্রতীক। তারা ভারতের সামুদ্রিক বাণিজ্যপথকে সুরক্ষিত রাখে, দেশের মত্স্যক্ষেত্রকে শক্তিশালী করে এবং বহু মানবিক অভিযানে উল্লেখযোগ্য অবদান রাখে।

উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণান বলেছেন, ভারতের নৌবাহিনী দেশের সামুদ্রিক ক্ষেত্রে শক্তিমত্তার পরিচয় দেয়, নজরদারি চালায় এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার কাজ করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে চলতি বছরের দেওয়ালিতে আইএনএস-এ কর্মরত নৌ সেনাকর্মীদের সঙ্গে তাঁর সময় কাটানোর কথা উল্লেখ করে বলেছেন, ভারতীয় নৌবাহিনী সাহসিকতা এবং দৃঢ় প্রতিজ্ঞার পরিচয় দিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে এই বাহিনী স্বয়ম্ভরতা এবং আধুনিকীকরণের ওপর জোর দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় নৌসেনা কর্মীদের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।