November 28, 2025 6:07 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে সরকার সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সুস্থ এবং মূল্যবোধ-ভিত্তিক করে তোলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে সরকার সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সুস্থ এবং মূল্যবোধ-ভিত্তিক করে তোলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। বিশ্বব্যাপী যোগব্যায়াম ও ধ্যানের প্রচার এবং আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার এ ধরণের উদ্যোগ। রাষ্ট্রপতি আজ ব্রহ্ম কুমারীদের ২০২৫-২৬ বার্ষিক চিন্তন বৈঠকের  প্রতিপাদ্য, বিশ্ব ঐক্য ও আস্থার জন্য ধ্যান-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, ভারতের প্রাচীন সভ্যতা সর্বদা বিশ্বকে বসুধৈব কুটুম্বকমের বার্তা দিয়েছে। আজ, যখন বিশ্ব অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই ধারণাগুলি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেন ব্রহ্ম কুমারীদের অভিযান এতে কার্যকর ভূমিকা পালন করবে। সমাজে মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য জাতীয় শিক্ষা নীতির কথাও তিনি উল্লেখ করেন। দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও আস্থাশীল বিশ্ব গড়ে তোলার জন্য কেবল এগিয়ে যাওয়ার নয় বরং নিজেদের মধ্যেও দেখার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে বলেন যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাচীন সাহিত্য ও ঐতিহ্যে এটি পরিচিত অধ্যায়। তিনি বলেন যে সন্ত্রাসবাদও নিয়ন্ত্রণহীন মনের ফলাফল।

বিকেলে রাষ্ট্রপতি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের হীরক জয়ন্তী উদযাপনের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন এবং এর ১৯তম জাতীয় জাম্বোরিতে ভাষণ দেবেন।  

ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩৩,০০০ স্কাউট, গাইড, রোভার এবং রেঞ্জার্স, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং সৌদি আরব সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১,৫০০ জনেরও বেশি যুব প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।