November 27, 2025 10:04 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৩রা ডিসেম্বর কেরালা সফর করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৩রা ডিসেম্বর কেরালা সফর করবেন। সেখানে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী তিরুবনন্তপুরমের শাঙ্গুমুখম সমুদ্র সৈকতে এই অনুষ্ঠানটির প্রধান আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন। এই প্রদর্শনীতে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা এবং পারদর্শিতা প্রদর্শন করা হবে।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।