রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আজ শহীদ দিবস উপলক্ষে শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ন্যায়, মানবতা ও সত্য রক্ষার জন্য গুরু তেগ বাহাদুর আত্মত্যাগ করেছিলেন। তাঁর শিক্ষা মানুষকে ন্যায়ের পথে চলতে এবং দেশে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
গুরু তেগ বাহাদুর, যিনি “হিন্দ দি চাদর” নামে পরিচিত, ১৬৭৫ সালে ধর্মবিশ্বাসের স্বাধীনতা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ ভারতের ইতিহাসে বহুত্ববাদ ও নাগরিক স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয়।