রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেকেন্দ্রাবাদের বোল্লারামের রাষ্ট্রপতি নিলয়ে আজ ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু দেশের জনগণকে, বিভিন্ন অংশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর আর্জি জানান। তিনি বলেন, এই ধরণের অনুষ্ঠান ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে বিশেষ উপযোগী।
তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা, গোয়ার রাজ্যপাল পি আনন্দগজপতি রাজু, রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও রাজ্যের মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।