November 15, 2025 12:47 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু এক সমাজমাধ্যম বার্তায় বলেছেন, ভগবান বিরসা মুন্ডার ভূমিজ প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী মানুষজন এই রাজ্য তথা সমগ্র দেশের সম্মান বৃদ্ধি করেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রাজ্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উপরাষ্ট্রপতি বলেছেন, দেশের বিকাশে ঝাড়খণ্ডবাসীর অবদান অমূল্য। সমৃদ্ধ আদিবাসী সমাজকে আত্মমর্যাদার কঠোর পরিশ্রমের প্রতি ঝাড়খণ্ডবাসী দেশকে এগিয়ে নিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান বিরসা মুন্ডার ভূমি ইতিহাস, সাহসিকতা, সংগ্রাম, আত্মমর্যাদায় পরিপূর্ণ। রাজ্যের সমৃদ্ধি এবং ঝাড়খণ্ডবাসীর নিরন্তর প্রগতির জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেছেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে, জাতীয় সম্মান বৃদ্ধিতে ঝাড়খণ্ড এবং তাঁর অভিবাসীরা সমৃদ্ধির অগ্রণী ভূমিকা নিয়েছেন।