November 12, 2025 6:12 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাবোরোনে বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাবোরোনে বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের  পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে শীঘ্রই স্বাস্থ্য ও ওষুধ শিল্পে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি – MoU স্বাক্ষরিত হবে।

বৎসোয়ানা ভারতকে ৮টি চিতা উপহার দেবে যা ভারতের প্রজেক্ট ‘চিতা’র অন্তর্গত। চিতাবাঘগুলি ভারতের প্রতি বৎসোয়ানার প্রতীকী উপহার হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রপতির সফরকালে এই চিতাবাঘগুলিকে কোয়ারেন্টাইনে ছেড়ে দেওয়া হবে। 

রাষ্ট্রপতি মুর্মু সেখানে সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন । এরপর তাঁর বৎসোয়ানার ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করার কথা। বৎসোয়ানার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও শ্রীমতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, অ্যাঙ্গোলা সফর শেষ করে রাষ্ট্রপতি মুর্মু গত সন্ধ্যায় বৎসোয়ানার রাজধানী শহরে পৌঁছান। বিমানবন্দরে বৎসোয়ানার রাষ্ট্রপতির উপস্থিতিতে  ২১টি  তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।