রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার লুয়ান্ডায় সেদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে আজ যোগ দেবেন। অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কো গত মে মাসে নতুন দিল্লিতে সফরকালে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অ্যাঙ্গোলার সংসদে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন যে ভারত ধারাবাহিকভাবে অ্যাঙ্গোলার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছে।
এরপর, রাষ্ট্রপতি মুর্মু তার সফরের দ্বিতীয় পর্যায়ে আজ বাতসোয়ানায় যাবেন। সেখানে তিনি বাতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বকোর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সে দেশ থেকে ভারতে চিতা আনার ব্যাপার বাতসোয়ানা সম্মতি জানিয়েছে।