রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলার জাতীয় পরিষদে সে দেশের সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি গতকাল বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত অ্যাঙ্গোলার সঙ্গে সংসদীয় সহযোগিতায় অংশ নেবে। দুই পক্ষ পারস্পরিক সংসদীয় অভিজ্ঞত ও মত বিনিময় করবে আজ। রাষ্ট্রপতি অ্যাঙ্গোলায় ভারতীয়দের সঙ্গেও আজ দেখা করবেন। বর্তমানে প্রায় ৮০০০ ভারতীয় রয়েছেন অ্যাঙ্গোলায়। প্রায় ২০০ ভারতীয় কোম্পানি কৃষি, ফার্মাসিউটিকল, অটোমোবাইল সহ একাধিক ক্ষেত্রে সে দেশে ব্যবসা করছে।
শ্রী মুর্মু গতকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনসোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। মৎস্য চাষ, জলজ উদ্ভিদ ও প্রাণী পালন, সামুদ্রিক সম্পদ এবং বাণিজ্য দূতাবাস বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুপক্ষ সমঝোতা স্মারক পত্র-মৌ স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স-IBCA এবং আন্তর্জাতিক জৈব জ্বালানি জোটে যোগ দেওয়া সংক্রান্ত অ্যাঙ্গোলার সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রপতি।
শ্রীমতী মুর্মু, অ্যাঙ্গোলার উন্নয়ন যাত্রায় অংশীদার হিসেবে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন । তিনি বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে লুয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদের ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক পত্র- মৌ স্বাক্ষর করেছে।
ভারত-আফ্রিকা ফোরাম সামিট নিয়েও তাঁদের কথা হয়েছে। শক্তি, পরিকাঠামো, প্রতিরক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দুপক্ষ তাঁদের অংশীদারিত্ব আরও জোরদার করতে সম্মত হয়েছে।