মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 9, 2025 1:45 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আঙ্গোলার রাষ্ট্রপতি হোয়াও ম্যানুয়েল গনজালভেস লরেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আঙ্গোলার রাষ্ট্রপতি হোয়াও ম্যানুয়েল গনজালভেস লরেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।  রাজধানী লুয়ান্ডায় রাষ্ট্রপতি ভবনে আলোচনার সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতাপত্র সাক্ষর হবে। আগেই জানানো হয়েছে রাষ্ট্রীয় সফরে শ্রীমতী মুরমু গতকাল আঙ্গোলায় গিয়ে পৌছান। এর পর তিনি বোতসওয়ানা সফর করবেন।