রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন,এই উপলক্ষ উন্নত সমাজ গঠনে, গুরু নানক দেবের মূল্যবোধ ও আদর্শ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, গুরু নানক জী’র, সত্য,ন্যায় বিচার এবং সহানুভূতির বার্তা সমাজকে সাফল্যের শিক্ষা দেয়।একই সঙ্গে গুরু নানক জী সততার সঙ্গে জীবন যাপন ও সম্পদের সমবন্টন নীতির প্রচারক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি,শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনে,সমগ্র দেশবাসী’কে গুরু নানক জীর আদর্শ গ্রহণের পরামর্শ দেন।
Site Admin | November 4, 2025 9:34 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।