রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই রাজ্যে মানব জীবনের মান উন্নত হয়েছে। সাক্ষরতার হার বাড়ায় তিনি খুশি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, রাজ্যে নারী শিক্ষার প্রসার ঘটেছে। কমেছে প্রসবকালীন মৃত্যু ও সদ্যোজাতদের মৃত্যুর হার। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।
উত্তরাখণ্ডের পবিত্র ভূমিকে তিনি আধ্যাত্মিকতা ও বীরত্বের স্থান বলে উল্লেখ করেছেন। এই রাজ্যের তরুণ প্রজন্ম সেনায় যোগ দিয়ে দেশরক্ষার যে কাজ করছে, তারও প্রশংসা করেন রাষ্ট্রপতি। গত ২৫ বছরে উত্তরাখণ্ড পরিবেশ, পর্যটন, শিক্ষা, ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে প্রভূত উন্নতি করেছে বলেও শ্রীমতি মুর্মু জানিয়েছেন।