রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনদিনের উত্তরাখন্ড সফরে আজ সকালে দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে পৌঁছছেন। তাঁকে স্বাগত জানান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমীত সিং এবং মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি হরিদ্বারের পতঞ্জলী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন।
২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গঠনের মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত প্রকাশ করেছেন। তিনি বলেন, মেয়েরা শিক্ষিত হলেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। ব্যক্তি চরিত্র থেকে পরিবার এবং তা থেকে রাষ্ট্র নির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা রাষ্ট্রপতি তুলে ধরেন।
তিনদিনের সফরে আজ সকালে দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমীত সিং এবং মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। এরপর শ্রীমতি মুর্মু দেরাদুনে পৌঁছে রাজপুর রোডের ওপর একটি পদাতিক উড়ালপুলের উদ্বোধন করবেন। পরে তিনি রাষ্ট্রপতি নিকেতনে আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি এবং কলা উত্সবে যোগদানকারী প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন।
আগামীকাল শ্রীমতি মুর্মু দেরাদুনের উত্তরাখন্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি নৈনিতাল রাজভবনে ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানেও থাকবেন। আগামী চৌঠা নভেম্বর রাষ্ট্রপতি কাঞ্চিধামের নিম করোলী বাবা আশ্রমে যাবেন। এরপর তিনি নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের বিশতম সমাবর্তনেও উপস্থিত থাকবেন।