রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা এয়ার ফোর্স স্টেশনে রাফাল যুদ্ধ বিমানে ২৫ মিনিটের জন্য সওয়ার হন। সকালে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ, আম্বালার ডেপুটি কমিশনার অজয় সিং তোমর প্রমুখ।
এর আগে ২০২৩-এ এপ্রিলে রাষ্ট্রপতি, অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই-30 MKI যুদ্ধ বিমানে সওয়ার হন।