রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে, মহিলাদের আরো বেশী সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন।
তিনি আজ কেরালার এর্নাকুলামে ‘সেন্ট থেরেসা কলেজে’র শতবার্ষীকি অনুষ্ঠানের সূচনা করে বলেন, সমাজ যদি মহিলাদের নেতৃত্বে পরিচালিত হয়, তাহলে তা’ অনেক বেশী মানবিক ও কার্যকর হতে পারে। রাষ্ট্রপতি আরো বলেন, লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য মহিলাদের সক্রিয় করে তোলা প্রয়োজন। কেরলের বিভিন্ন ক্ষেত্রের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সমাজ অর্থনৈতিক সংস্কারে এই রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
									 
		 
									 
									 
									