মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 17, 2025 9:47 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রতিটি আদিবাসী গ্রামগুলিকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ বানানোর লক্ষ্যেই আদি কর্মযোগী অভিযানের সূচনা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রতিটি আদিবাসী গ্রামগুলিকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ বানানোর লক্ষ্যেই আদি কর্মযোগী অভিযানের সূচনা হয়েছে। নতুন দিল্লীতে আদি কর্মযোগী অভিযানের ওপর জাতীয় কনক্লেভে আজ রাষ্ট্রপতি বলেন, এই অভিযানের মধ্যে দিয়ে প্রতিটি আদিবাসী সম্প্রদায় যাতে জাতীয় বিকাশের যাত্রায় অংশ নিতে পারে এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী অঞ্চলগুলিতে পৌঁছায় তা সুনিশ্চিত হবে।

উল্লেখ্য, বিকশিত ভারত অভিযানে’র আওতায় প্রধানমন্ত্রী জনমান এবং ধরতি আবা অভিযানের সঙ্গে যৌথভাবে, আদিবাসী বিষয়ক মন্ত্রক, এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ‘ট্রাইবাল ভিলেজ ভিশন-২০৩০’ বাস্তবায়িত করার বিষয় পর্যালোচনা করা হয়।