রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুনদিল্লিতে আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। আদিবাসী বিষয়ক মন্ত্রক বিকশিত ভারত অভিযানের আওতায় এই সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনটি প্রধানমন্ত্রী জনমান এবং ধরতি আবা অভিযানের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম, আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্য সচিব, জেলাশাসক, প্রশিক্ষক এবং আদি সহযোগি প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এই সম্মেলনে ‘ট্রাইবাল ভিলেজ ভিশন ২০৩০’ ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত সমস্ত বিষয়বস্তু তুলে ধরা হবে। এই কনক্লেভে, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকা ও উদ্যোক্তা, পরিকাঠামো ও প্রশাসন সহ একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে আলোচনা করা হবে।