রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্কের ভিত্তি হলো, পারস্পরিক সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ বিনিময়। গতকাল রাষ্ট্রপতি ভবনে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা ও তাঁর প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মঙ্গোলিয়া হল কৌশলগত অংশীদার ও তৃতীয় আধ্যাত্মিক প্রতিবেশী। গত ২৫ বছরে মঙ্গোলিয়ায় ভারত বেশকিছু সাংস্কৃতিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, বৌদ্ধ মঠের পুনর্গঠন ও প্রাচীন পান্ডুলিপির পুনরমুদ্রণ। রাষ্ট্রপতির সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচী ওপর যে মৌ স্বাক্ষরিত হয়েছে তাতে প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক বিনিময় প্রসারে এই সমস্ত কর্মসূচী মজবুত ভিত্তি তৈরি করবে। রাষ্ট্রপতি আরও বলেন, মঙ্গোলিয়ার সঙ্গে দক্ষতা নির্মাণ অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
উভয় নেতার মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহমত পোষণ করা হয়। এরফলে উভয় দেশের জন সাধারণ সুবিধা লাভ করবেন। রাষ্ট্রপতি মুর্মূ মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশভোজসভার আয়োজন করে।