রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের জুনাগড় সফরে যান । সেখানে তিনি সাসন
গিরে সিংহ দেখেন। রাষ্ট্রপতিকে সাসনের ভালচেল হেলিপ্যাডে বন ও পরিবেশ মন্ত্রী মুলুভাই বেরা সহ অন্যান্যরা
অভ্যর্থনা জানান।রাষ্ট্রপতি গতকাল সন্ধ্যায় তিন দিনের গুজরাত সফরে রাজকোট
পৌঁছেছেন। আজ সকালেই তিনি প্রথম জ্যোতিলিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে জলাভিষেক
সম্পন্ন করেন এবং সোমেশ্বর মহাপূজা ও ধ্বজাপূজা সম্পন্ন করেন।
 
									