রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল তিনদিনের গুজরাত সফর শুরু করবেন। শুক্রবার সোমনাথ মন্দিরে দর্শন ও আরতি করবেন তিনি। সাসান গিরে গির জাতীয় উদ্যানের স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথাও বলবেন শ্রীমতি মুর্মু।
১১ তারিখ রাষ্ট্রপতি দ্বারকায় দ্বারকাধিশ মন্দির দর্শন করবেন। আমেদাবাদে গুজরাত বিদ্যাপীঠের ৭১ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।