রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতকে পুনরায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্ঞানের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন।
আজ নতুন দিল্লিতে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রোমোশন কাউন্সিলের (EEPC) প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভারতীয় অর্থনীতিকে আত্মনির্ভর হতে হবে। রফতানি বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থা ভারতীয় অর্থনীতির উপর কম প্রভাব ফেলেছে।এটি আত্মনির্ভর ভারতের একটি গুরুত্বপূর্ণ দিক বলেও মন্তব্য করেন তিনি।