রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডিজিটাল যুগে শিক্ষার্থীদের নাগালের মধ্যে থাকা ব্যপক শিক্ষা সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আজ তিরুভারুরে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, দেশের শিল্প ক্ষেত্র, ইন্ডাস্ট্রি ৪.০-এর জন্য প্রস্তুত, যেখান থেকে শিক্ষার্থীরা সর্বাধিক সুবিধা লাভ করতে পারেন। প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো শেখার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জ্ঞান ও প্রজ্ঞা অর্জন। তিনি শিক্ষার্থীদের নতুন শিক্ষানীতির সঙ্গে পরিচিত হতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান।
এদিন রাষ্ট্রপতি ৪৫ জন স্নাতককে স্বর্ণপদক এবং ৪৪ জনকে ডক্টরাল ডিগ্রী প্রদান করেন। এ বছর সমাবর্তন অনুষ্ঠানে মোট ১০১০ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।