রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ করম পুজো উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের প্রতীক। এছাড়া পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও এর ভূমিকা উল্লেখযোগ্য। এই উৎসব সকলের জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আনবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও করম পুজো উপলক্ষে দেশবাসী বিশেষ করে আদিবাসী সমাজের মানুষজনকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এই উৎসব ভাই ও বোনের অবিচ্ছেদ্য ভালোবাসার বন্ধনের প্রতীক। পবিত্র এই উৎসব সুখ, শান্তি, সমৃদ্ধি ও সকলের জন্য সুস্বাস্হ্য বয়ে নিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।