মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2025 9:14 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। আজ চেন্নাইতে সিটি ইউনিয়ন ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি জোরের সঙ্গে বলেন যে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতের আর্থিক বৃদ্ধি ঘটে চলেছে। তিনি বলেন যে ব্যাংকিং ব্যবস্থা দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং গ্রাম ও শহরের মানুষদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে নাগরিক কেন্দ্রিক প্রকল্প আনার জন্য তিনি দেশের অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন যে এখন মোবাইলে একটি বোতামে ক্লিক করলেই ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়। এ জন্য ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরিস্থিতি সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব হয়েছে। ব্যাংকের মাধ্যমে ৫৬ কোটি জন ধন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মধ্যস্থতাকারীদের হাত থেকে বাঁচতে দেশের সুবিধাবঞ্চিত নাগরিকদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাওয়ায় তিনি ব্যাংকগুলিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি ডিজিটাল ব্যাংকিংয়ের বিপদ সম্পর্কে জনগণকেও সচেতন থাকার কথা বলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের দেশের অর্থনীতি প্রাণবন্ত হয়েছে এবং এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি সাত দশমিক আট শতাংশ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই বছরের জুলাই মাসে মুদ্রাস্ফীতি আট বছরের সর্বনিম্ন এক দশমিক ৫ শতাংশে পৌঁছেছে এবং রাজস্ব ঘাটতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমে চার দশমিক চার  শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন যে ই পি এফ ও তে ২২ লক্ষ নতুন সদস্য যুক্ত হয়েছেন।  জনধন অ্যাকাউন্টের ৬৭ শতাংশ গ্রামীণ ও মফস্বল অঞ্চলের এবং ৫৬ শতাংশ মহিলা।