রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন। বস্ত্রমন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ভারতের প্রাণবন্ত হস্তচালিত তাঁত এবং দেশের গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবদানকে সম্মান জানানো। সারা দেশ থেকে প্রায় সাড়ে ছ’য়শজন তাঁতি, বিদেশী ক্রেতা, রপ্তানিকারক এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকেরা অনুষ্ঠানে যোগ দেবেন। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিতা এবং বস্ত্র মন্ত্রকের সচিব নীলম শামি রাও অনুষ্ঠানে যোগ দেবেন।অনুষ্ঠানে সন্ত কবীর তাঁত পুরস্কার এবংজাতীয় তাঁত পুরষ্কার প্রদানa করা হবে।
Site Admin | August 7, 2025 9:07 AM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন।
