রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিকেলে তাঁর রাজ্য ওড়িশায় দুদিনের সফরে ভুবনেশ্বরে পৌঁছেছেন। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ওড়িশার রাজ্যপাল হরি বাবু কাম্ভামপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উচ্চপদস্থ আধিকারিকরা এবং ঐতিহ্যবাহী ও লোকনৃত্যশিল্পীরা । রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস AIIMS এ যান এবং প্রধান অতিথি হিসেবে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন। রাষ্ট্রপতি মুর্মু এই অনুষ্ঠানে ৩১ জন শিক্ষার্থীকে ৫৯টি স্বর্ণপদক এবং ৬৪৩ জন স্বাস্থ্যসেবা পেশাদারকে ডিগ্রি প্রদান করেন। মঙ্গলবার ওড়িশায় দ্বিতীয় দিনের সফরে, রাষ্ট্রপতি মুর্মু র্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে যোগ দেবেন এবং কটকে র্যাভেনশ উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনটি ভবনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওড়িয়া কবি ও পণ্ডিত আদিকবি সরলা দাসের জন্মবার্ষিকী উদযাপনে তিনি যোগদান করবেন এবং কটকে ২০২৪ সালের জন্য কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন। রাষ্ট্রপতির সফরের জন্য ভুবনেশ্বর এবং কটকে উভয় স্থানেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Site Admin | July 14, 2025 8:03 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ ওড়িশার ভুবনেশ্বরে পৌঁছেছেন।
