মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 14, 2025 11:57 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন। আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে বিজুপট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভুবনেশ্বর  এইমস-এ পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। আমদের সংবাদদাতা জানাচ্ছেন, সমাবর্তনে ৩১ জন পড়ুয়াকে স্বর্ণপদক এবং ৬৪৩ জন স্বাস্থ্যকর্মীকে তিনি ডিগ্রি প্রদান করবেন।  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপালহরিবাবু কাম্ভবামপতি, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।

 কটকে  রবীন শা গার্লসহাইস্কুলের তিনটি ভবনেরও শিলান্যাস করবেন তিনি।এছাড়াও আদি কবি সরলা দাসের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি এবং ২০২৪-এর কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।