রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় তাঁর মনোনীত প্রার্থী হিসাবে প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকম, সমাজসেবী সি সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও ইতিহাসবিদ ডাঃ মিণাক্ষী জৈন-এর নাম পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।মহারাষ্ট্রের উজ্জ্বল নিকম, মুম্বাই সন্ত্রাস-হামলার আইনজীবী হিসাবে সুনাম অর্জন করেছিলেন। তাঁর চেষ্টায় অপরাধচক্রের রহস্য উদঘাটিত হয়।কেরালার সি সদানন্দন মাস্টার সমাজকর্মী হিসাবে সুপরিচিত। রাজনৈতিক হিংসার ঘটনায় তিনি তাঁর দুটো পা হারিয়েছিলেন।শ্রী শ্রিংলা মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও থাইল্যান্ডে দেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০২৩-এর জি টোয়েন্টি শিখর সম্মেলনে তিনি মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন। ইতিহাসবিদ ডাঃ জৈন দিল্লির গার্গি কলেজের সহযোগী অধ্যাপক। উল্লেখ্য, সাহিত্য,শিল্প ও সমাজজীবনে বিশিষ্ট অবদান আছে ,এমন বারো জনকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন।
Site Admin | July 13, 2025 4:14 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় তাঁর মনোনীত প্রার্থী হিসাবে চারজনের নাম পাঠিয়েছেন
