August 2, 2024 5:59 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ৫থেকে ১০’ই আগস্ট পর্যন্ত ফিজি, নিউজিল্যান্ড এবং তিমোর লেস্তে সফর করবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এমাসের ৫’তারিখ থেকে ১০’ই আগস্ট পর্যন্ত ফিজি, নিউজিল্যান্ড এবং তিমোর লেস্তে সফর করবেন।

আজ নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার বলেন, ভারতের রাষ্ট্রপতির এটিই প্রথম ফিজি ও তিমোর সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ‘অ্যাক্ট ইস্ট’ নীতি অক্রিয়ভাবে কার্যকর করেছে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।